সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় নিজ বাড়ির ভেতরে একটি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ। এ সময় র্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোশতাক আহমেদ জানান, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় তিনটি অংশের একটিতে রায় হয় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। এ মামলায় আসামি রিপনের সাজা হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। চলতি বছরের ১৮ এপ্রিল বাকি দুটি অংশের রায়ে রিপনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৪৮ জনকে সাজা দেন আদালত।
মেজর জিএম গালিব জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তারিখ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতা নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া উপজেলায় কতিপয় সন্ত্রাসী গতিরোধ করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায়।

গ্রেপ্তার হওয়া রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। তিনি তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে সেখানে অনেক নেতাকর্মী গুরুতর আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
রিপন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। র্যাব-৬ খুলনার একটি গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরীকৃত সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করে। রিপনকে কলোরোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুনঃ

১ thought on “সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার”