আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা উপজেলার ইউনিয়ন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

সাতক্ষীরা উপজেলার ইউনিয়ন:-
| ক্রমিক নং | ইউনিয়নের নাম | ওয়েব লিংক |
| ০১। | বাঁশদহা ইউনিয়ন | http://banshdahaup.satkhira.gov.bd/ |
| ০২। | কুশখালি ইউনিয়ন | http://kuskhaliup.satkhira.gov.bd/ |
| ০৩। | বৈকারী ইউনিয়ন | http://baikariup.satkhira.gov.bd/ |
| ০৪। | ঘোনা ইউনিয়ন | http://ghonaup.satkhira.gov.bd/ |
| ০৫। | শিবপুর ইউনিয়ন | http://shibpurup.satkhira.gov.bd/ |
| ০৬। | ভোমরা ইউনিয়ন | http://bhomraup.satkhira.gov.bd/ |
| ০৭। | আলিপুর ইউনিয়ন | http://alipurup.satkhira.gov.bd/ |

| ০৮। | ধুলিহর ইউনিয়ন | http://dhuliharup.satkhira.gov.bd/ |
| ০৯। | ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন | http://brahmarajpurup.satkhira.gov.bd/ |
| ১০। | আগরদাড়ী ইউনিয়ন | http://agardariup.satkhira.gov.bd/ |
| ১১। | ঝাউডাংগা ইউনিয়ন | http://jhaudangaup.satkhira.gov.bd/ |
| ১২। | বল্লী ইউনিয়ন | http://balliup.satkhira.gov.bd/ |
| ১৩। | লাবসা ইউনিয়ন | http://labsaup.satkhira.gov.bd/ |
| ১৪। | ফিংড়ী ইউনিয়ন | http://fingriup.satkhira.gov.bd/ |

আরও পড়ূনঃ

১ thought on “সাতক্ষীরা উপজেলার ইউনিয়ন”