Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদল দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।নতুন নাম ‘মেডিকেল ইন্সটিটিউট সাতক্ষীরা ‘।

 

সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল

 

চার দফা দাবিতে দুই মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার ( ২৩ ডিসেম্বর ) সকাল থেকে ছাত্র -ছাত্রীদের চলা আন্দোলনের এক পর্যায়ে এই নতুন নামকরণ করা হয়। দুপুরে নাম পরিবর্তন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদী ছাত্র সমাবেশ ও সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রনেতা নাগিব মাহফুজ।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা নাগিব মাহফুজ বলেন, ম্যাটসের শিক্ষার্থীদের দুই মাস ধরে চলমান আন্দোলনের দাবিসমূহ পূরণ না হওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের নাম, এসএসসি পাশ করে এই স্কুলে পড়তে হয়। তাই সারা বাংলাদেশ ব্যাপী ম্যাটস এর শিক্ষার্থীরা এই নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরো বলেন, তারা নাম পরিবর্তনের এই বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা জিল্লুর রহমান, অর্পিতা মল্লিক, নূর মোহাম্মাদ, শেখ সুলায়মান, নাঈমা জাহান তৃষা, ইমন হাসান, আম্বিয়া খাতুন, আরিফুল ইসলাম, ইতি আক্তার ইভা প্রমুখ।

 

আরও দেখুনঃ

Exit mobile version