আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার প্রশাসনিক ইউনিট, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।
সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা-জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।
সাতক্ষীরা জেলার প্রশাসনিক ইউনিট:-
| নাম | পদবি | মোবাইল নম্বর | ই-মেইল | ব্যাচ(বিসিএস) |
| মোহাম্মদ হুমায়ুন কবির | জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট | 2E+09 | dcsatkhira@mopa.gov.bd | 24 |
| জনাব মাশরুবা ফেরদৌস | উপপরিচালক, স্থানীয় সরকার (উপসচিব) | 2E+09 | ddlgsatkhira87@gmail.com | 27 |
| জনাব বিষ্ণুপদ পাল | অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট | 2E+09 | admsatkhira@mopa.gov.bd | 30 |
| কাজী আরিফুর রহমান | অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) | 1E+09 | adcrsat@gmail.com | 30 |
| শেখ মঈনুল ইসলাম মঈন | অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) | ###### | adcgsatkhira@mopa.gov.bd | 30 |
| শেখ মঈনুল ইসলাম মঈন | অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) | ###### | adcgsatkhira@mopa.gov.bd | 30 |
| মোঃ মহিউদ্দিন | রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) | 1E+09 | muhidgm@gmail.com | 35 |
| জনাব কৃষ্ণা রায় | সিনিয়র সহকারী কমিশনার (বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন) | 2E+09 | rdcsatkhira@gmail.com | 35 |
| বাপ্পী দত্ত রনি | সহকারী কমিশনার (নেজারত, ব্যবসা বাণিজ্য, গোপনীয় ও আইিসটি শাখা) | 2E+09 | bappydatta05@gmail.com | 38 |
| সজীব তালুকদার | সহকারী কমিশনার (স্থানীয় সরকার, রেকর্ডরুম ও প্রবাসী কল্যাণ শাখা) | 2E+09 | stalukdar.bcs38@gmail.com | 38 |
| শাহনেওয়াজ তানভীর | সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা ও ট্রেজারি শাখা) | 1E+09 | nametanvir016@gmail.com | 38 |
| আবদুল্লাহ আল আমিন | সহকারী কমিশনার (সাধারণ ও শিক্ষা শাখা) | 2E+09 | abdullah_du95@yahoo.com | 38 |
| মোঃ পলাশ আহমেদ | সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছেন) | 2E+09 | palash.iit03@gmail.com | 40 |
| প্রনয় বিশ্বাস | সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছেন) | 1E+09 | pronoy.rcc@gmail.com | 40 |
| নুসরাত জাহান অনন্যা | সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছেন) | 2E+09 | ananna.nusrat.13@gmail.com | 40 |
| এস. এম. আকাশ | সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছেন) | 2E+09 | sadatakash018@gmail.com | 40 |
| মোঃ শরিফুল ইসলাম | প্রোগ্রামার (অ. দা.) | 2E+09 | sharif_sfa@yahoo.com | 998 |
| জনাব মোঃ রবিউল ইসলাম | প্রশাসনিক কর্মকর্তা(সংস্থাপন শাখা) | 2E+09 | rabiulstk240@gmail.com | 1E+07 |
আরও পড়ূনঃ

