Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরা জেলার হাট-বাজার

সাতক্ষীরা জেলার হাট-বাজার

আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার হাট-বাজার, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা-জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

 

 

সাতক্ষীরা জেলার হাট-বাজার:-

ক্রমিক
নাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
চালিতা ঘাটা হাট ১১,০০০/- শ্যামনগর,ভুরুলিয়া,চালিতাঘাটা হাট
আশাশুনি থানা বাজার ১০ একর ১০ টি ৫০,০০০ আশাশুনি, সাতক্ষীরা।
হাড়িভাঙ্গা বাজার ৫ একর ২০ টি ৩০০০০
কোদন্ডা হাটখোলা ২ একর ৫টি ২০০০০ কোদন্ডা, আশাশুনি, সাতক্ষীরা।
বদরতলা বাজার ৫০০ মি: ২৫ টি ৩,০০০ বদরতলা,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
কামালকাটী বাজার ৩০০ মি: ১৩ টি ১৫০০ কামালকাটী,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
বসুখালী বাজার ২৫০ ১৩০০ বসুখালী,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
কাদাকাটি হাজীর হাট ৩৫০ মিটার ৫৫ ৪০,০০০ কাদাকাটি হাজীর হাট,কাদাকাটি,আশাশুনি,সাতক্ষীরা।
কে,সি বাজার । ১.১ ৫৫০০০ কে,সি বাজার ।
১০ গদাইপু কাচারী বাড়ী বাজার । ০.২ ৪৮ গদাইপু কাচারী বাড়ী বাজার ।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১১ তুয়ারডাংগা বাজার। ১.১ ০.৪ ৯০০০০ তুয়ারডাংগা বাজার।
১২ বিছট বাজার ২০০ মিটার ২০ ২০,০০০ বিছট,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৩ কাকবশিয়া বাজার ৪০০ ৩২ ৩০,০০০ কাকবশিয়া,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৪ একশসা বাজার ২৫০ মিটার ৪০ ২৫,০০০ একসরা,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৫ আনুলিয়া বাজার ২০০ ২০ ২০,০০০ আনুলিয়া,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৬ বাগালী বাজার ২০০ ৩২ ২০,০০০ বাগালী,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৭ গুনাকরকাটি বাজার ৩০০ মিটার ৬০ ২০০০ গুরাকরকাটি,কুল্যা,আশাশুনি,সাতক্ষীরা।
১৮ বড়দল বাজার। ৮০০ মিটার ২০০ ৩০,০০০ বড়দল,আশাশুনি,সাতক্ষীরা।
১৯ গোয়ালডাঙ্গা বাজার। ৩০০ মিটার ৬০ গোয়ালডাঙ্গা,বড়দল,আশাশুনি,সাতক্ষীরা।

 

 

 

আরও পড়ূনঃ

Exit mobile version