Site icon সাতক্ষীরা জিলাইভ | truth alone triumphs

সাতক্ষীরা সীমান্তে নারী শিশুসহ ১০ জন আটক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া ষীমান্তের পোতাপাড় এলাকা থেকে নারী শিশুসহ ১০ জন আটক করেছে বিজিবি।

 

সাতক্ষীরা সীমান্তে নারী শিশুসহ ১০ জন আটক

আটককৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের হালিমা বেগম (২৬) ও সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬)। এদের সঙ্গে পাঁচ শিশু রয়েছে।
বিজিবি জানায়, কাজের জন্য প্রায় ছয় মাস আগে আটকৃতরা বিনা পাসপোর্টে অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। সম্প্রতি ভারতে অবৈধ বাংলাদেশিদের আটকের ঘটনায় তারা বৃহস্পতিবার ভোরে অবৈধপথে বাংলাদেশে আসলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুনঃ

Exit mobile version