শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত নয়নে বদলিজনিত সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়েছে সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ (এসপি) মতিউর রহমান সিদ্দিকীকে। শনিবার (৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার এই এসপিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা দিয়ে অশ্রুসিক্ত নয়নে সাতক্ষীরার পুলিশ সুপারকে বিদায়
গত বছরের ১৫ ডিসেম্বর মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদান করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ আপামর জনসাধারণকে নিরবচ্ছিন্ন সেবাদান করেছেন। সম্প্রতি তিনি সাতক্ষীরা জেলা থেকে পুলিশ সুপার, পুলিশ টেলিকম (ঢাকা) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হন। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার।

জেলা পুলিশের সব পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদানের পর থেকে জেলা পুলিশ, সাতক্ষীরায় আমূল পরিবর্তন হয়েছে। এ সময় তাকে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী স্বারক প্রদান করা হয়।
বিদায়ী পুলিশ সুপার জেলার সব নাগরিক, জেলার সব অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সব, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সাতক্ষীরার সব পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিংয়ের সব সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তার পরিবার পরিজন সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) সহ সব থানার ওসি ও জেলা পুলিশের সব পদমর্যাদার পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসপি মতিউর রহমান সিদ্দীকির নেতৃত্ব জেলাবাসীকে বিশেষভাবে প্রভাবিত করে। দক্ষতার সঙ্গে ৫ আগস্ট পূর্ববর্তী সব পরিস্থিতি মোকাবিলা করায় তিনি প্রশংসা কুড়ান। তার বদলির সংবাদ প্রকাশিত হলে ছাত্রনেতারা তাকে পুনরায় রাখার জন্য মানববন্ধন কর্মসূচিসহ অনলাইন মাধ্যমে ব্যাপক প্রচারণা চালান। কিন্তু সরকারি আদেশকে সম্মান জানিয়ে তিনি বদলি হওয়া গন্তব্যের পথে পা বাড়ান।

এদিকে, মুহাম্মদ মতিউর সিদ্দীকির বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। সবাই তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন।
আরও দেখুনঃ