ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার

ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার,ভারতের জলসীমায় দুর্ঘটনার কবলে পড়ে দুই মাস আটকে থাকা ‘এমভি রাফসান হাবিব-৩’ নামের বাংলাদেশি জাহাজসহ নয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে।জাহাজটি উদ্ধার করে আজ শুক্রবার বেলা তিনটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।উদ্ধার হওয়া নাবিকেরা হলেন চট্টগ্রামের মিরসরাই

উপজেলার বাঁশখালী গ্রামের আবুল কাসেম, মো. সাজ্জাত হোসেন, আজমীরহোসেন, লুডহাখালী গ্রামের মো. ইউসুফ, মধিয়াম গ্রামের মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড উপজেলার পূর্বা গ্রামের মো. তাবসুফ ইউসুফ, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মো. ফাইম খান, নড়াইল সদর উপজেলার চরদিঘুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখ ও ঝালকাঠির নলছিটি উপজেলার মালোইয়ারা গ্রামের মো. জাকির হোসেন হাওলাদার।

 

ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার

 

ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার

১৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি নয়জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ ‘রাফসান হাবিব-৩’ (এম নম্বর ০১-১২৮০) ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ে। ওই দিন থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তাঁরা ভারতীয় জলসীমার ভেতরে হেমনগর কোস্টাল পুলিশের এলাকায় মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি অবগত হয়ে নাবিকসহ জাহাজটি উদ্ধারে বিজিবি তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় নীলডুমুর ১৭ বিজিবির

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ব্যবস্থাপনায় বিএসএফ-বিজিবির সহযোগিতায় সীমান্ত খাল কাচিকাঠি দিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজসহ ৯ নাবিককে উদ্ধার করে শ্যামনগরে নিয়ে আসা হয়।নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, নয়জন নাবিক ও জাহাজটি উদ্ধার করে আজ বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার

 

আরও পড়ুন :

১ thought on “ভারতের জলসীমায় দুই মাস আটকে থাকা জাহাজসহ নাবিককে উদ্ধার”

Leave a Comment