সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু

সড়কের বেহাল দশা – সাতক্ষীরায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে ৫৩টি। এতে নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়ে আছেন ৬৩ জন। ফেব্রুয়ারি ও মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনাগুলোর অন্যতম ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষ।

 

সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু

 

বুধবার (৮ জানুয়ারি) বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক কে. এম. মাহবুব কবির। সরকারি সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাতক্ষীরার পরিসংখ্যান মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দুর্ঘটনা ঘটেছে ১৭ টি। তাতে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত ১৩ জন।

তবে এই তিন মাসের মধ্যে বেশি দুর্ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। এই মাসে দুর্ঘটনা ঘটেছে ৭ টি তাতে নিহত হয়েছে ৭জন এবং আহত হয়েছে ৮ জন। তবে প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যায় বেশি। এপ্রিল থেকে জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১৬ টি। তাতে নিহত হয়েছে ১৭ জন এবং আহত হয়েছেন ২৬ জন। তবে এই সারা বছরের এই তিন মাসে আহতের সংখ্যা বেশি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ টি। তাতে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে ১১ জন। তবে বছরের সেপ্টেম্বর মাসে কোনো দুর্ঘটনায় ঘটেনি। তাছাড়া এই তিন মাসে সব থেকে কম দুর্ঘটনার শিকার হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১২ টি। তাতে নিহত হয়েছে ১৫ জন এবং আহত হয়েছে ১০ জন।

 

আরও দেখুনঃ

Leave a Comment