সাতক্ষীরা জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার উপজেলা, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

 

সাতক্ষীরা জেলার উপজেলা

 

সাতক্ষীরা জেলার উপজেলা:-

ক্রমিক নংউপজেলার নামইউনিয়ন
তালা০১. ধানদিয়া
০২. নগরঘাটা
০৩. সরুলিয়া
০৪. কুমিরা
০৫. তেঁতুলিয়া
০৬. তালা
০৭. ইসলামকাটী
০৮.মাগুরা
০৯. খলিশখালী
১০. খেশরা
১১জালালপুর
১২. খলিলনগর
কলারোয়া১. জয়নগর
০২. জালালাবাদ
০৩. কয়লা
০৪. লাঙ্গলঝাড়া
০৫. কেঁড়াগাছি
০৬. সোনাবাড়িয়া
০৭. চন্দনপুর
০৮. কেরালকাতা
০৯. হেলাতলা
১০. কুশোডাঙ্গা
১১. দেয়াড়া
১২. যুগীখালী
সাতক্ষীরা সদর০১. বাাঁশদহ
০২. কুশখালী
০৩. বৈকারী
০৪. ঘোনা
০৫. শিবপুর
০৬. ভোমরা
০৭. আলিপুর
০৮. ধুলিহর
০৯. ব্রহ্মরাজপুর
১০. আগরদাঁড়ি
১১. ঝাউডাঙ্গা
১২. বল্লী
১৩. লাবসা
১৪. ফিংড়ী

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আশাশুনি০১. শোভনালী
০২. বুধহাটা
০৩. কুল্যা
০৪. দরগাহপুর
০৫. বড়দল
০৬. আশাশুনি
০৭. শ্রীউলা
০৮. খাজরা
০৯. আনুলিয়া
১০. প্রতাপনগর
১.কাদাকাটি
দেবহাটা০১. কুশলিয়া
০২. পারুলিয়া
০৩. সখিপুর
০৪. নওয়াপাড়া
০৫. দেবহাটা
কালিগঞ্জ০১. কৃষ্ণনগর
০২. বিষ্ণুপুর
০৩ চাম্পাফুল
০৪. দক্ষিণ শ্রীপুর
০৫. কুশুলিয়া
০৬. নলতা
০৭. তারালী
০৮.ভাড়াশিমলা
০৯. মথুরেশপুর
১০. ধলবাড়ীয়া
১১. রতনপুর
১২. মৌতলা
শ্যামনগর০১.ভুরুলিয়া
০২. কাশিমাড়ী
০৩. শ্যামনগর
০৪. নূরনগর
০৫. কৈখালী
০৬. রমজাননগর
০৭. মুন্সীগঞ্জ
০৮. ঈশ্বরীপুর
০৯. বুড়িগোয়ালীনী
১০. আটুলিয়া
১১. পদ্মপুকুর
১২. গাবুরা

 

সাতক্ষীরা জেলার উপজেলা

 

আরও পড়ূনঃ

১ thought on “সাতক্ষীরা জেলার উপজেলা”

Leave a Comment