সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প

আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা-জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

 

সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প

 

সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প:-

বিবরণঃ বাস্তবায়নাধীন | এলজিএসপি

মেয়াদকালওয়ার্ডপ্রকল্পবরাদ্দের পরিমাণ (টাকায়)
এল জি এস পি -২৭,৮৩,৪৭৬/=
  • বিবরণঃ
মেয়াদকালওয়ার্ডপ্রকল্পবরাদ্দের পরিমাণ (টাকায়)
০৯শোভনালী সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০৬বালিয়াপুর সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০২হাজীপুর সার্বজনিন দুর্গাপুজা মন্দির।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিবরণঃ প্রস্তাবিত | জি আর

মেয়াদকালওয়ার্ডপ্রকল্পবরাদ্দের পরিমাণ (টাকায়)
০৯শোভনালী সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০১আশাশুনি উপজেলা (সদর) সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০৮হাড়িভাংগা সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০৪সোদকনা সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০ কেজি
০৬মধ্যম বলাবাড়িয়া সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০৫বড় দুর্গাপুর সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০৬দক্ষিন বলাবাড়িয়া সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০৭কোদন্ডা সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০৬হাঁসখালী সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি
০৬ঠাকুরাবাদ সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি

 

সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প

 

  • বিবরণঃ বাস্তবায়িত | জি আর
মেয়াদকালওয়ার্ডপ্রকল্পবরাদ্দের পরিমাণ (টাকায়)
০৮কৈখালী সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০১বদরতলা সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০৫পশ্চিম কালামকাটি সার্বজনিন দুর্গাপুজা মন্দির।
০৬মধ্যম বলাবাড়িয়া সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৩৫০.০ কেজি
০৬মধ্যম ঠাকুরাবাদ সার্বজনিন পুজা মন্দির৩৫০.০ কেজি
০৬মধ্যম বলাবাড়িয়া সার্বজনিন দুর্গাপুজা মন্দির।৪৫০.০ কেজি

 

আরও পড়ূনঃ

১ thought on “সাতক্ষীরা জেলার বৃহৎ প্রকল্প”

Leave a Comment