সাতক্ষীরা জেলার হাট-বাজার

আমাদের আজকের আলোচনার বিষয় সাতক্ষীরা জেলার হাট-বাজার, সাতক্ষীরা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত ।

সাতক্ষীরা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা-জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।

 

সাতক্ষীরা জেলার হাট-বাজার

 

সাতক্ষীরা জেলার হাট-বাজার:-

ক্রমিক
নামআয়তনচান্দিনা ভিটির সংখ্যাইজারা মূল্যঠিকানা
চালিতা ঘাটা হাট১১,০০০/-শ্যামনগর,ভুরুলিয়া,চালিতাঘাটা হাট
আশাশুনি থানা বাজার১০ একর১০ টি৫০,০০০আশাশুনি, সাতক্ষীরা।
হাড়িভাঙ্গা বাজার৫ একর২০ টি৩০০০০
কোদন্ডা হাটখোলা২ একর৫টি২০০০০কোদন্ডা, আশাশুনি, সাতক্ষীরা।
বদরতলা বাজার৫০০ মি:২৫ টি৩,০০০বদরতলা,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
কামালকাটী বাজার৩০০ মি:১৩ টি১৫০০কামালকাটী,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
বসুখালী বাজার২৫০১৩০০বসুখালী,শোভনালী,আশাশুনি,সাতক্ষীরা
কাদাকাটি হাজীর হাট৩৫০ মিটার৫৫৪০,০০০কাদাকাটি হাজীর হাট,কাদাকাটি,আশাশুনি,সাতক্ষীরা।
কে,সি বাজার ।১.১৫৫০০০কে,সি বাজার ।
১০গদাইপু কাচারী বাড়ী বাজার ।০.২৪৮গদাইপু কাচারী বাড়ী বাজার ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১১তুয়ারডাংগা বাজার।১.১০.৪৯০০০০তুয়ারডাংগা বাজার।
১২বিছট বাজার২০০ মিটার২০২০,০০০বিছট,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৩কাকবশিয়া বাজার৪০০৩২৩০,০০০কাকবশিয়া,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৪একশসা বাজার২৫০ মিটার৪০২৫,০০০একসরা,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৫আনুলিয়া বাজার২০০২০২০,০০০আনুলিয়া,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৬বাগালী বাজার২০০৩২২০,০০০বাগালী,আনুলিয়া,আশাশুনি,সাতক্ষীরা।
১৭গুনাকরকাটি বাজার৩০০ মিটার৬০২০০০গুরাকরকাটি,কুল্যা,আশাশুনি,সাতক্ষীরা।
১৮বড়দল বাজার।৮০০ মিটার২০০৩০,০০০বড়দল,আশাশুনি,সাতক্ষীরা।
১৯গোয়ালডাঙ্গা বাজার।৩০০ মিটার৬০গোয়ালডাঙ্গা,বড়দল,আশাশুনি,সাতক্ষীরা।

 

 

সাতক্ষীরা জেলার হাট-বাজার

 

আরও পড়ূনঃ

Leave a Comment